English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৫

তান্ডব চালিয়ে সাব্বিরের বিদায়

নিজস্ব প্রতিবেদক
তান্ডব চালিয়ে সাব্বিরের বিদায়

 

ওয়ান ডাউনে নেমে খারাপ অবস্থায় ব্যাটিং তান্ডব চালিয়ে অবশেষে থামলেন সাব্বির। ফিরে গেলেন দলকে ভালো অবস্থানে পৌঁছে দেওয়া সাব্বির রহমান (৫৪ বলে ৮০)। দুশমন্থ চামিরার স্লোয়ার বলে ডিপ মিডউইকেটে শিহান জয়াসুরিয়াকে ক্যাচ দিয়ে শেষ হয় তার ক্যারিয়ার সেরা ইনিংসটি।

ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে গেছেন মুশফিকুর রহিম (৯ বলে ৪)। শর্ট কাভারে বল পাঠিয়েই রান নিতে চেয়েছিলেন তিনি। শুরুতে একটু এগোনো সাব্বির পরে আর সাড়া দেননি। কিন্তু ততক্ষণে অনেকটা দূরে চলে আসা মুশফিক আর নিজের জায়গায় ফেরার চেষ্টা করেননি। বোলার অ্যাঞ্জেলো ম্যাথিউস বল ধরে ছুটে গিয়ে স্টাম্প ভেঙে দেন।

মোহাম্মদ মিঠুনের মতো রানের খাতা খুলতে পারেননি সৌম্য সরকারও (৩ বলে শূন্য)। নুয়ান কুলাসেকারার বল তুলে মারতে গিয়ে মিডঅফে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

এর আগে ফিরে যান মিঠুন (২ বলে শূন্য)। অ্যাঞ্জেলো ম্যাথিউসের খাটো লেংথের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শ্রীলঙ্কার হয়ে টস করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মানে খেলছেন না নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। টসের সময় ম্যাথিউস জানালেন, ‘মালিঙ্গা ফিট নন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।”

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশের চেনা উইকেটের চেহারায় ফিরেছে উইকেট। টুকটাক কিছু ঘাস থাকলেও উইকেট সাদাটে, অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট। টসের সময় মাশরাফি জানালেন, শিশির খুব বেশি না পড়লে পরে স্পিনও ধরবে খানিকটা।

বাংলাদেশ খেলছে একই একাদশ নিয়ে। শ্রীলঙ্কার একাদশে মালিঙ্গার বদলে খেলবেন থিসারা