English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৫৮

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ; আক্রমণে সাব্বির

নিজস্ব প্রতিবেদক
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ; আক্রমণে সাব্বির

 

টাইগারদের লঙ্কাভীতি যেন আর কমছে না। অনেকেই সমস্যাটাকে মানসিক বলেই মনে করছেন। না হলে কোন রান না করার আগেই উইকেট পতন-এটা বর্তমান বাংলাদেশের সাথে মানানসই না। মিথুনের বিদায়ের পর দায়িত্বজ্ঞানহীন শট খেলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। স্কোরবোর্ডে তখন দুই উইকেটে দুই রান!এমন স্কোরবোর্ড বাংলাদেশ সর্বশেষ কবে দেখেছিল মনে আছে কি?

এরপর মাঠে নামেন ধারাবাহিক রান করে যাওয়া সাব্বির রহমান আর মুশফিকুর রহিম। সাব্বির স্বভাবসুলভ মারমুখী ব্যাটিং করে চলছিলেন। কিন্তু দলীয় ২৬ রানে আবারও বিপদ। রানআউট হয়ে সাজঘরের পথ ধরেন নির্ভরযোগ্য বলে পরিচিত মুশফিকুর রহিম! শেষ খবার পাওয়া পর্যন্ত বাংলাদেশের রান তিন উইকেটে ৪০। যার মধ্যে সাব্বির একাই ৩৫ । ক্রিজে আছেন সাব্বির আর সাকিব।