English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১২

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; খেলছেন না মালিঙ্গা

নিজস্ব প্রতিবেদক
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; খেলছেন না মালিঙ্গা

 

এশিয়া কাপ টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

শ্রীলঙ্কার হয়ে টস করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মানে খেলছেন না নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। টসের সময় ম্যাথিউস জানালেন, মালিঙ্গা ফিট নন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশের চেনা উইকেটের চেহারায় ফিরেছে উইকেট। টুকটাক কিছু ঘাস থাকলেও উইকেট সাদাটে, অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট। টসের সময় মাশরাফি জানালেন, শিশির খুব বেশি না পড়লে পরে স্পিনও ধরবে খানিকটা। বাংলাদেশ খেলছে একই একাদশ নিয়ে। শ্রীলঙ্কার একাদশে মালিঙ্গার বদলে খেলবেন থিসারা পেরেরা।

এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তাই এবার টাইগারদের মাঝে সেই ব্যার্থতা কাটিয়ে উঠার প্রত্যয়। বাকিটা সময়ই বলে দেবে।  গতকাল বাংলাদেশের বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করে লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা বলেছিলেন, বাংলাদেশের বোলিং কিভাবে সামলাতে হয়ে সেটা তাদের জানা আছে।