English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:০৭

সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

এশিয়া কাপ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এর আগে প্রথম ম্যাচে ভারতের জিতলেও দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে পরাজিত করে স্বাগতিক বাংলাদেশ। এদিকে সন্তান ও স্ত্রীকে সময় দিতে এশিয়া কাপে খেলছেন না আরেক ওপেনিং টাইগার ‘ড্যাশিং ব্যাটসম্যান’ তামিম ইকবাল।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে যে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তার সবকটিতেই হেরেছে বাংলাদেশ। তবে এবার কিছুটা ব্যতয় ঘটাতে পারে বাংলাদেশ বলে জানান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা জানান, এ বছর বাংলাদেশের সম্ভাবনা বেশি কারণ শ্রীলংকা দল অন্যবারের তুলনায় কম শক্তিশালী। শ্রীলংকা দলে পুরনো অনেক খেলোয়াড়ই নেই। পাশপাশি বাংলাদেশ দলও বেশ পরিপক্ক হয়েছে।