English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:২৭

সন্তান এল তামিম-আয়েশার ঘরে

নিজস্ব প্রতিবেদক
সন্তান এল তামিম-আয়েশার ঘরে

 

বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। রোববার ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় তামিম নিজের ফেসবুক পাতায় বাবা হওয়ার খবর জানিয়ে সবার দোয়া চেয়েছেন।

তামিম লিখেছেন, আমাদের পৃথিবীতে এসেছে একগুচ্ছ খুশি। স্রষ্টার কৃপায় আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে পুত্র সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছে, তবে ছেলেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন ডাক্তাররা। আমাদের জন্য দোয়া করবেন।

প্রথম বাবা হওয়ার মুহূর্তটিতে স্ত্রীর পাশে থাকতে চলতি এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের। বাংলাদেশ দল ভালই মিস করছে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক এই মারকুটে ব্যাটসম্যানকে।  সন্তানের জন্মের জন্য স্ত্রীকে আগেই ব্যাংককে পাঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান। তারপর দুবাইয়ে পাকিস্তান সুপার লিগে খেলে দেশে ফিরে গত ২০ ফেব্রুয়ারি ব্যাংকক যান তামিম।

তামিম ইকবালের এই সুখবরে শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনগন এবং তার সতীর্থরাও। তাসকিন আহমেদ তার ফেসুক আইডিতে লিখেছেন, খুশির খবর! আমি চাচা হয়ে গেলাম, আজ সকালে সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালার কৃপায় আয়েশা ভাবীর কোল জুড়ে ছেলে সন্তান জন্ম নিয়েছে”। তামিম-আয়েশা দম্পতির সন্তানের জন্য রইল শুভকামনা।