English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩১

এশিয়া কাপে সর্বোচ্চ পয়েন্টে ভারত

অনলাইন ডেস্ক
এশিয়া কাপে সর্বোচ্চ পয়েন্টে ভারত

এবারই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূল পর্বে ৫ দেশের এ টুর্নামেন্টে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। তালিকায় সমান ২ পয়েন্ট আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে লঙ্কানরা একটি ম্যাচ খেলেছেন। আর বাংলাদেশ খেলেছেন দুইটি ম্যাচ।

 আজ মিরপুরে মালিঙ্গাদের বিরুদ্ধে জয় পেলে ৪ পয়েন্ট হবে বাংলাদেশর। একই সঙ্গে ফাইনালে উঠার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যাবে মাশরাফিরা। কোয়ালিফাই রাউন্ড থেকে উঠে আসা সংযুক্ত আরব আমিরাত ২ ম্যাচ খেলে এখনো পর্যন্ত একটিতেও জয় পায়নি। এছাড়া প্রথম ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে হারায় পাকিস্তানের পয়েন্টও শূন্য।

এক ম্যাচে ২ পয়েন্ট হিসেবে,  ভারত দুই ম্যাচে ৪ পয়েন্ট। শ্রীলঙ্কা একটি ম্যাচ খেলেছেন। আর এতে জয় হয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছেন। বাংলাদেশে দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট সংগ্রহ করেছেন। কিন্তু পাকিস্তান ও আমিরাত এখনও কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।