English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০১:৪৬

অশাদারন জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
অশাদারন জয় পেল বাংলাদেশ

ব্যাট হাতে সংগ্রহটা খুব বেশি বড় হয়নি বাংলাদেশ। তবে বল হাতে শুরুটা দারুণভাবে করেছে টাইগাররা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে কুপোকাত হয়েছে আরব আমিরাত। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল বাংলাদেশ।   আজকের এই ম্যাচে হেরে গেলে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন মিলিয়ে যেতে টাইগারদের জন্য। কিন্তু নবাগত দলটির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয় এশিয়া কাপের আশা বাঁচিয়ে রেখেছে টিম টাইগাররা।   শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রানে থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস।   বল হাতে বাংলাদেশের সাকিব, মুস্তাফিজ, মাহমুদউল্লাহ ও মাশরাফি ২টি করে উইকেট নেন। আর একটি করে উইকেট নেন আল-আমিন ও তাসকিন আহমেদ।   ব্যাট হাতে অপরাজিত ৩৬ রান করার পর বল হাতে ২ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন মাহমুদউল্লাহ রিয়াদ।