English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০৪

জয় ছাড়া কিছু ভাবছে না টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
জয় ছাড়া কিছু ভাবছে না টাইগাররা

 

আজ শুক্রবার এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। হার দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ জয়ে ফিরতে মরিয়া। শক্তিশালী ভারতকে চ্যালেঞ্জ জানাতে না পারা মাশরাফি বিন মুর্তজার দলের এবারের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বাছাই পর্ব পেরিয়ে আসা দলটির বিপক্ষে টুর্নামেন্টে প্রথম জয়টা যেভাবেই হোক চায় স্বাগতিকরা।

ভারতের ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত নিজেদের বোলিংয়ে খুশি মাশরাফি বিন মুর্তজা। আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পুরো ২০ ওভার তেমন বোলিং চান বাংলাদেশের অধিনায়ক।

ভারত ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন মাশরাফি ও মুস্তাফিজুর রহমান। শেষের ওভারগুলোর জন্য বাঁহাতি পেসার মুস্তাফিজকে রেখে দিয়েছিলেন মাশরাফি। শিশিরের জন্য নিজের সেরা অস্ত্র সেভাবে ব্যবহার করতে পারেননি মুস্তাফিজ। বল গ্রিপ না করায় মুস্তাফিজের কাটার ছিল অকার্যকর।শিশিরের কথা ভেবে পরের ম্যাচে প্রয়োজনে মুস্তাফিজকে আগেই ব্যবহারের ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক। তবে মাশরাফির বিশ্বাস, শিশির পড়লেও মুস্তাফিজের অন্য বলগুলো করতে কোনো সমস্যা হবে না। তরুণ এই পেস সেনসেশন এক ধরনের ডেলিভারির বোলার নন, তার তূণে আছে আরও অনেক অস্ত্র।

সবুজ উইকেটে ভারত ম্যাচে চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। উইকেট একই রকম থাকলে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কমই। তবে উইকেট ভিন্ন হলে দলে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও অফ স্পিন অলরাউন্ডার নাসির হোসেন।

এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। এই সংস্করণে টানা চতুর্থ হার এড়াতে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলকে পেলেও সতর্ক বাংলাদেশ। এক মাসের কম সময়ের মধ্যে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং ও ওমানকে হারানো সংযুক্ত আরব আমিরাতকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না মাশরাফি। সহযোগী দেশটিকে হারাতে সতীর্থদের কাছ থেকে সেরা ক্রিকেট চেয়েছেন তিনি।

দুই দলের একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল ২০০৮ সালে। তাই এই দলটি সম্পর্কে খুব একটা জানা নেই স্বাগতিকদের। এশিয়া কাপের সেই ওয়ানডে ম্যাচে অভিষেক হয় সংযুক্ত আরব আমিরাতের বর্তমান অধিনায়ক আমজাদ জাভেদের। তিনি ছাড়া আর কারোরই বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। ৯৬ রানে জেতা সেই ম্যাচে খেলেছিলেন মাশরাফি, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

মাশরাফি জানান, ভিডিও ফুটেজ দেখে সংযুক্ত আরব আমিরাতকে বিপক্ষে খেলার ছক কষছেন তারা। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের ভুলের পুনরাবৃত্তি এড়ানোর দিকে বেশি মনোযোগী চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।

মাশরাফি-সাকিব আল হাসানরা নিজেদের ভুলের পুনরাবৃত্তি না করলে টুর্নামেন্টে প্রথম জয় শুক্রবারই পেতে পারে বাংলাদেশ।