English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৯

প্রথমবারের মত ক্রিকেটে দুই নারী আম্পায়ার

অনলাইন ডেস্ক
প্রথমবারের মত ক্রিকেটে দুই নারী আম্পায়ার

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই নারী আম্পায়ার ক্যাথলিন ক্রস ও ক্লেয়ার পোলোস্ক। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অফিসিয়ালদের তালিকায় থাকা এই দুই আম্পায়ার নারীদের টুর্নামেন্টের ম্যাচগুলি পরিচালনা করবেন। টি-টোয়েন্টি বিশ্ব আসরের ৩১ ম্যাচ কর্মকর্তাদের দুজন তারা। এর আগে কোনো টি-টোয়েন্টি আসরে নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করেননি।

৮ মার্চ ভারতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ১৬ মার্চ বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের মাধ্যমে ইতিহাসে প্রবেশ করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস। অন ফিল্ড আম্পায়ার হিসেবে অনিল চৌধুরির সাথে ম্যাচ পরিচালনা করবেন তিনি। ক্যাথলিন হবেন ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ম্যাচ পরিচালনা করা প্রথম নারী আম্পায়ার। ২০১৪ সালে প্রথম নারী হিসেবে আইসিসির আম্পায়ার প্যানেলে ঢোকেন তিনি। নারীদের বিশ্বকাপের তিনটি ম্যাচ পরিচালনা করেছেন।

অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্কের টি-টোয়েন্টি বিশ্ব আসরে অভিষেক হবে ১৮ মার্চ। সেদিন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচটিতে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। সাথে থাকবেন ভিনিত কুলকার্নি। পোলোস্ক ম্যাটাডোর ওয়ানডে কাপের তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন। অস্ট্রেলিয়ার লিস্ট 'এ' প্রতিযোগিতার ম্যাচ পরিচালকদের মধ্যে থাকা প্রথম নারী তিনি।