English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২৩:৩৬

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হারল ৪৫ রানে

নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে  বাংলাদেশ হারল ৪৫ রানে

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বড় দল| কিন্তু টি-২০ ফরমেটে কেন যেন মানিয়ে নিতে পারছে না। এই ফরমেটে বাংলাদেশ এখনও কাগুজে বাঘ। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেল না স্বাগতিকরা। জঘন্য ব্যাটিং, বাজে ফিল্ডিংয়ে হারতে হলো ৪৫ রানের বিরাট ব্যবধানে। বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার, আমিরাতের বিপক্ষে।

প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছিল ৬ উইকেটে ১৬৬। জবাবে বাংলাদেশ যেটা করলো সেটা মোটেও টি-২০ ফরমেটের সঙ্গে যায় না। ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করলো ১২১।

১৬৭ রানের টার্গেটে নেমে নেতিবাচক ব্যাটিং শুরু করেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। চোখে মুখে বলই দেখেননি ঠিকমত। ৩ বলে ১ রান করে আশীষ নেহরার বলে বোল্ড হয়ে ফেরেন মিথুন। যদিও মিথুনের একাদশে জায়গা পাওয়াটা নিয়েই আছে প্রশ্ন।

অনেক দিন ধরেই রানের বাইরে সৌম্য। এ ম্যাচে নিজেকে খুঁতে পেতে হাতরালেন। ১৪ বলে ১১ করে ফের জানিয়ে দিলেন, টি-২০ ফরমেটে তিনি এখনও পুরোপুরি প্রস্তুত নন।

ইমরুল কায়েসের বেলায় ব্যাপারটা আরও সত্য। তার ব্যাটিং টেস্ট ফরমেটকে হার মানাল। ২৪ বলে করলেন মাত্র ১৪। ৮ বলে ৩ রান করে দলকে আরও বিপদে ফেলে নিজের দোষে রান আউট হয়ে ফিরলেন সাকিব।

অনেক দিন ধরেই সাহস দেখাচ্ছেন সাব্বির রহমান। এদিনও দেখালেন। ৩২ বলে ৪৪ রান করে দলকে চরম লজ্জা থেকে বাঁচান। শেষ দিকে মুশফিক ও তাসকিনের ওয়ানডে স্টাইলের ব্যাটিং বাংলাদেশের স্কোর নিয়ে যায় ১২১ রানে।

মুশফিক ১৬ বলে ১৬ রান করেন। তাসকিন করেন ১৬ রান। ভারতের পক্ষে আশীষ নেহেরা ৩ উইকেট নেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মার ৫৫ বলে ৮৩ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে ভারত।

যদিও শুরুটা ভালো ছিল না তাদের। দ্বিতীয় ওভারে আল-আমিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান (২)। এরপর পঞ্চম ওভারে মাশরাফির বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি (৮)। অষ্টম ওভারে মাহমুদুল্লাহর বলে বোল্ড হন সুরেশ রায়না (১৩)।

১৫তম ওভারে রোহিত শর্মাকে জীবন দেন সাকিব। এরপর থেকে আরও বিপজ্জনক হয়ে ওঠেন রোহিত। তাকে ভালো সঙ্গ দেন ‍যুবরাজ সিং ও হার্দিক পান্ডে। ১৫ রান করে সাকিবের বলে ফেরেন যুবরাজ সিং। শেষ ওভারে আল-আমিনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা (৮৩)। তবে কাজের কাজটি করে দিয়ে যান তিনি। শেষ দিকে ১৮ বলে ৩১ রানের ভালো ইনিংস খেলেন পান্ডে। ২ বলে ৮ করে অপরাজিত থাকেন ধোনি।

বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেন তিনটি এবং মাশরাফি, মাহমুদুল্লাহ ও সাকিব একটি করে উইকেট নেন।