English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০৭

বাংলাদেশের লক্ষ্য ১৬৭ রান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের লক্ষ্য ১৬৭ রান

শুরুতে বিপদে পড়লেও রোহিত শর্মা আর হারডিক পান্ডের ব্যাটে ঘুরে দাঁড়াল ভারত। বাংলাদেশের সামনে তারা ১৬৭  রানের লক্ষ্য ছুঁড়ে দিল। প্রথমদিকে ব্যাটসম্যানদের চাপের রাখলেও পরে আর পারেননি বাংলাদেশের বোলাররা। মিস ফিল্ডিং, ক্যাচ মিস তো ছিলই। সেই সাথে রোহিত শর্মার তান্ডব! শেষ পর্যন্ত ভারত ৬ উইকেটে রান ১৬৬ রান করে।  রোহিত ৫৫ বলে ৮৩ রান করে আল আমিনের বলে সৌম্য সরকারের হাতে ধরা খান।ধোনি ৮ এবং রবীন্দ্র জাদেজা ০ রানে অপরাজিত থাকেন।  

বিস্তারিত আসছে.........