English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:১৬

ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

আল আমিন, মাশরাফির পর এবার আঘাত হানলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তার একটি চমত্কার বলে আউট হন রায়না(১৩)। এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন রায়না (১৩)। কিন্তু মাহমুদউল্লাহর ধীর গতির বল তার ব্যাট-প্যাডের ফাঁক গলে মিডল স্টাম্পে আঘাত হানে।

সবুজ উইকেটে প্রথম বল থেকে ভারতের ব্যাটসম্যানের পরীক্ষায় ফেলা বাংলাদেশকে প্রথম উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন আল আমিন।

ভেতরে ঢোকা লেংথ বল শিখর ধাওয়ানের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত হানলে উল্লাসে মাতে শের-ই-বাংলার গ্যালারি।

পঞ্চম ওভারে বোলিং এসেই উইকেট পেতে পারতেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে কোনোমতে বেঁচে যান রোহিত শর্মা। তবে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মাশরাফিকে। তৃতীয় বলেই আঘাত হানেন তিনি।  টাইমিংয়ে গড়বড় করে মিড অফে মাহমুদউল্লাহকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের অন্যতম ব্যাটিং ভরসা বিরাট কোহলি (৮)।