English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৪৬

এবার আঘাত মাদমুদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
এবার আঘাত মাদমুদুল্লাহর

আল আমিন, মাশরাফির পর এবার আঘাত হানলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফেরালেন সুরেশ রায়না কে।

 পঞ্চম ওভারে বোলিং এসেই উইকেট পেতে পারতেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে কোনোমতে বেঁচে যান রোহিত শর্মা। তবে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মাশরাফিকে। তৃতীয় বলেই আঘাত হানেন তিনি।  টাইমিংয়ে গড়বড় করে মিড অফে মাহমুদউল্লাহকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের অন্যতম ব্যাটিং ভরসা বিরাট কোহলি (৮)।

এর আগে শুরুতেই আল আমিনের বলে বোল্ড হয়ে যান ভারতের ভয়ঙ্কর ওপেনার শিখর ধাওয়ান । অধিনায়ক মাশরাফি  তাসকিন আর আল আমিনকে দিয়েই শুরু করেন আক্রমণ। প্রথম পরীক্ষায় তিনি সফল। ধাওয়ান আউট হবার আগে ৪ বলে দুই রান করেন।