English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৬

আশরাফুল ভক্তদের জন্য দারুণ সুখবর!

আশরাফুল ভক্তদের জন্য দারুণ সুখবর!

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হবার কথা ছিল যার, সে কেন যেন হঠাত্ বদলে গেল! দায় শুধু তারই না, দল-বোর্ড-কোচ সবারই। তারপর নিজেকে হারিয়ে ফেলা আশরাফুল জড়িয়ে পড়লেন ঘুষ কেলেঙ্কারিতে!! ধরাও পরলেন। কাঁদতে কাঁদতে স্বীকারও করলেন সব। তার দেয়া তথ্যমতেই তদন্তে গতি পেল আইসিসি। কিন্তু হতাশাগ্রস্ত হলেন আশরাফুল ভক্তরা। সেই আশরাফুল-ভক্তদের জন্য এবার দারুণ সুখবর! চলতি বছরের ১৬ আগষ্ট নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন আশরাফুল। 

বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের বড় তারকা আশরাফুলকে এই আগাম সুখবর দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি টিআইবি আশরাফুলকে নিয়ে পুরনো অপরাধের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।এই প্রসঙ্গ এখন অতীত। অপরাধের জন্য শাস্তি ভোগ করেছেন তিনি। আশরাফুল যাতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন এ জন্য আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর জাতীয় লিগে খেলতে কোনো বাধা নেই আশরাফুলের। ব্যাট-প্যাড সজ্জিত হয়ে ক্রিকেট মাঠের বাইশ গজে আবার আশার ফুল হয়ে ফুটবেন লিটল মাস্টার এটাই প্রত্যাশা সবার।