English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৪

উদ্বোধনীতে মুখোমুখি বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনীতে মুখোমুখি বাংলাদেশ-ভারত

এশিয়া কাপ টি২০-তে  লড়াই শুরু হচ্ছে অাগামিকাল বুধবার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারতের।

ইতোমধ্যে শেষ হয়েছে বাছাইপর্বের খেলা। বাছাইপর্বে অংশ নেওয়া চারটি দলের মধ্যে চূড়ান্তপর্বে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। এবার হল ট্রফি উন্মোচনও। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের ট্রফি উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ উপস্থিত ছিলেন। তবে পাকিস্তান দল এখনো ঢাকায় না আসায় দলটির পক্ষ থেকে অুনষ্ঠানে কেউ উপস্থিত ছিলেন না।

এছাড়া এশিয়া কাপের টুর্নামেন্ট ডিরেক্টর সুলতান রানা, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং এশিয়া কাপের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স-এর চিফ মার্কেটিং অফিসার শুভজিত সিং উপস্থিত ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।