English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০১:২৯

স্বপদে ফিরলেন আকরাম বিসিবি থেকে অব্যাহতি দেয়া হলো দুর্জয়-মল্লিককে

নিজস্ব প্রতিবেদক
স্বপদে ফিরলেন আকরাম বিসিবি থেকে অব্যাহতি দেয়া হলো দুর্জয়-মল্লিককে

হঠাৎ করেই দুটো বড় পদে রদবদল হয়ে গেল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কমিটির নির্ধারিত বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়েছে ফ্যাসিলিটি কমিটির প্রধান থেকে অব্যাহতি দেয়া হয়েছে ইসমাইল হায়দার মল্লিককে। আর নাইমুর রহমান দুর্জয়কে অব্যাহতি দেয়া হয়েছে অপারেশন্স কমিটি থেকে।

প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের স্থলাভিষিক্ত হয়েছেন আকরাম খান। বিসিবির সভায় আকষ্মিকভাভবেই অব্যাহতি দেয়া হয় দুর্জয়কে। আকরাম বর্তমানে বিসিবি’র টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বেও রয়েছেন।

আর ইসমাইল হায়দার মল্লিকের জায়গায় বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আজম নাসিরকে।