English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৬

ভালবাসা দিবস কিভাবে কাটাচ্ছেন সাকিব-মুশফিকরা?

নিজস্ব প্রতিবেদক
ভালবাসা দিবস কিভাবে কাটাচ্ছেন সাকিব-মুশফিকরা?

 

গতকাল শুরু হয়েছে বসন্ত। আজ ভালবাসা দিবসে সারা বিশ্বের সাথে উৎসবে মেতেছে বাংলাদেশ। এই উৎসবের দিনটি কিভাবে উদযাপন করছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা? নিশ্চয়ই জানতে ইচ্ছে করে? আজকাল ফেসবুকের কল্যাণে সরাসরি তারকাদের কাছে পৌছে যেতে পারেন ভক্তরা। তেমনি তিনজন ক্রিকেটারের ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস তুলে দেয়া হলো পাঠকদের জন্য।

সাকিব আল হাসান: সন্তান জন্মের পরই প্রিয়তমা স্ত্রীকে আমেরিকা রেখে দেশে চলে এসেছিলেন সাকিব আল হাসান। এখনও দেশে আসেনি তার নবজাতক সন্তান এবং স্ত্রী। দেখা নেই অনেকদিন। তাই সাকিব একরাশ দু:খ নিয়ে প্রিয়তমা স্ত্রীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন “তোমার-আমার মাঝে ভালবাসা ছাড়া কোন দুরত্ব নেই। এটি সমুদ্রে অবগাহন যেখানে দিগন্তে মিশেছে। হ্যাপী ভ্যালেন্টাইনস মাই লাভ-সাকিব”।

 

 

 

 

 

 

 

মুশফিকুর রহিম: বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম আবেগে ভেসে না গিয়ে বাস্তববাদী কথা লিখেছেন তার ফেসবুক পেইজে। সাথে পোস্ট করেছেন একটি ফটো কোলাজ। তিনি লিখেছেন, “আজকের দিনটি শুধু মাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্যই, এমন কোন কথা কিন্তু নেই। আসুন, আজকের এই দিনে আমরা আমাদের মা-বাবা, বন্ধু-বান্ধব, ধনী-গরীবদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেই। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা!”

 

 

 

 

 

 

 

 

 

সাব্বির রহমান: জাতীয় দলের বিধ্বংসী ব্যাটসম্যান কাম বোলার সাব্বির রহমান ভ্যালেন্টাইন ডে তে চট্টগ্রামের পেনিনসুলায় বসে আপডেট দিয়েছেন। তিনি ভালবাসা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেইজে চমৎকার কিছু কথা লিখেছেন এই বিশেষ দিনটি নিয়ে। তিনি লিখেছেন, “যারা প্রেমে পড়েছেন তাদের জন্য ভ্যালেন্টাইন ডে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে আপনি আপনার প্রিয় মানুষটির কাছে ভালবাসা, সম্মান আর প্যাশন প্রকাশ করতে পারেন যা প্রতিদিনের ব্যাস্ততায় সম্ভব হয়না। আপনি টিনএজ হোন, যুবক হোন কিংবা বৃদ্ধ হন, সেটা জরুরী নয়। জরুরী হলো অনুভূতিটা।