English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৫২

মাত্র ১৪৫ রানেই শেষ ভারতের ইনিংস

নিজস্ব প্রতিবেদক
মাত্র ১৪৫ রানেই শেষ ভারতের ইনিংস

 

উইন্ডিজ যুবাদের বোলিং তোপে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৪৫.১ ওভারে ১৪৫ রানে অল আউট হয়েছে ভারত। ১৪৬ রান করতে পারলেই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

পেস আক্রমণে ওয়েস্ট ইন্ডিজের সোনালি দিন নেই। কিন্তু তার কিছু প্রভাব তো রয়ে গেছে এই প্রজন্মের ক্যারিবিয়ান বোলারদেরও মাঝে! উপমহাদেশের ফাইনালেও তাদের পঞ্চম বোলার পেসার। চাপ দিয়ে উইকেটও নেন। টুর্নামেন্টের দ্রুততম বোলার আলজারি জোসেফ নতুন বলের বোলার। শুরুতেই গুঁড়িয়ে দিতে জানেন প্রতিপক্ষকে। ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের ভারতের সবচেয়ে শক্তিশালী দিক ব্যাটিং। টস হেরে ব্যাট করতে নেমে তাই তারা খুশিই হয়েছিল। কিন্তু জোসেফের আঘাতে ৬.১ ওভারেই ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। ৫০ রানে ৫ উইকেট হারানোর পর রীতিমতো ধুঁকতে থাকে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের পেসারদের আগ্রাসন ও ফিল্ডারদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু ভারতের ব্যাটসম্যানরাও ভুল করেছেন। তাই আউট হওয়া প্রথম ৫ ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ স্কোর মাত্র ৭! ওপেনার রিশাব পান্ত (১) অলসতায় অভিযুক্ত। ম্যাচের চতুর্থ বল। সামনে এগিয়ে এসেছিলেন। ব্যাটে লাগল না। উইকেটকিপার টেভিন ইমলাচ বলটা ছুড়ে দিলেন। স্টাম্প ভাঙলো। নিজের সীমানায় ফেরার সুযোগ থাকলেও অসতর্ক পান্ত পারেননি। তৃতীয় ওভারে জোসেফের লাফিয়ে ওঠা বলকে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে তুলে দিয়েছেন আনমোলপ্রিত সিং (৩)। অধিনায়ক ইশান কিশান (৪) উইকেটের লাইনে পা নিয়ে বলের সাথে সংযোগ করতে না পেরে এলবিডাব্লিউর শিকার।

টপ অর্ডার গুঁড়িয়ে গেল। মিডল অর্ডারও তথৈবচ। ব্যাটিংয়ে প্রমোশন পাওয়া ওয়াশিংটন সুন্দর (৭) রায়ান জনের বলে মিড অফে ক্যাচ প্র্যাকটিস করান। নার্ভাস আরমান জাফর (৫) অবশ্য এক্সট্রা কাভারে কিমো পলের চমৎকার ক্যাচিংয়ের শিকার।  

এই ধস সামলানোর পথ খুঁজে পায়নি ভারত। সরফরাজ ও মহিপাল লমরোর ৮৭ পর্যন্ত নিয়েছেন দলকে। সপ্তম উইকেটে তাদের ৩৭ রানই সর্বোচ্চ জুটি। ১৯ রান করে লমরোর বিদায় নেন। সরফরাজের ৮৯ বলে ৫১ রানের লড়াইটা আসলে ছিল খুব একাকী। সীমাহিন চাপের মাঝেও ভারতের ইনিংসের একমাত্র ছক্কাটি মেরেছেন। কিন্তু দলের ১২০ রানের সময় অষ্টম ব্যাটসম্যান হিসেবে তাকে এলবিডাব্লিউ করে দেন চেমার হোল্ডার।

সরফরাজের বিদায়ের পরও ২৫ রান পেয়েছে ভারত। তারা ধন্যবাদ দেবে নিশ্চয়ই ৯ নম্বর ব্যাটসম্যান রাহুল বাথামকে। ২১ রান করেছেন তিনি। সংগ্রহটি ভারতের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ। মোটে তিনটি দুই অঙ্কের রান আছে ইনিংসে। তার একটি বাথামের। ৫ পেসার ব্যবহার করেছে ওয়েস্ট ইন্ডিজ। সবাই উইকেট পেয়েছেন। তিনটি করে উইকেট জোসেফ ও জনের। ২ উইকেট পলের। ১টি করে উইকেট হোল্ডার ও শামার স্প্রিঙ্গারের। ক্যারিবিয়ান পেসাররা ইতিহাস গড়ার পথ করে দিয়েছে তাদের ব্যাটসম্যানদের।