English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:২২

উইন্ডিজের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে ভারত

নিজস্ব প্রতিবেদক
উইন্ডিজের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে ভারত

 

ভারত ফাইনালে এসেছে অপরাজিত হিসেবে। আসরে তাদের ব্যাটিংকে কখনোই খুব বড় চাপ সামলাতে হয়নি। বড় পরীক্ষায়ও পড়তে হয়নি। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চাপের মুখে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ। ক্যারিবিয়ান পেসারদের সামনে ধুঁকতে হচ্ছে তাদের। ৫০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে এখন লড়ছে ভারত। এই রিপোর্ট লেখার সময় ২২.২ ওভারে ৫ উইকেটে ৬৮ রান তাদের। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান সরফরাজ খান উইকেটে আছেন। বড় দায়িত্ব তার। সরফরাজ ১৯ ও মহিপাল লমরোর ১২ রানে ব্যাট করছেন।

টসটা ভারতের জন্য ভালোই ছিল। তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের মূল শক্তি ব্যাটিং। টস জিতলে তারা ব্যাট করত আগে। ওয়েস্ট ইন্ডিজের শক্তি পেস বোলিংয়ে। ভারতের ব্যাটিংয়ের সাথে লড়তে তাই আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই নেয় তারা। আর বল হাতে টপাটপ উইকেট তুলে নিতে থাকে ক্যারিবিয়ানরা।

ভারতের অধিনায়ক ইশান কিশান বলেছিলেন, প্রথম ১০ ওভার তারা ভালোভাবে সামলে ইনিংস গড়তে চান। কিন্তু ৭ ওভারের মধ্যেই যে নেই তাদের শীর্ষ ৩ ব্যাটসম্যান! এই ৩ উইকেটই আসরের সবচেয়ে দ্রুতগতির পেসার আলজারি জোসেফের। ম্যাচের চতুর্থ বলে স্টাম্পিংয়ের শিকার এবারের টুর্নামেন্টের বড় তারকা রিশাব পান্ত (১)। অমলপ্রিত সিং (৭) দলের ৮ রানের সময় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এসেছেন। আর অধিনায়ক কিশান (৪) হয়েছেন এলবিডাব্লিউর শিকার।

এরপর ৯ রানের মধ্যে আবার দুই উইকেট হারায় ভারত। কোচ রাহুল দ্রাবিড়কে চাপের মুখে চেয়ার ছাড়তে হয়েছে! ব্যাটিংয়ে প্রমোশন পাওয়া ওয়াশিংটন সুন্দর (৭) রায়ান জনের বলে মিড অফে জোসেফকে ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন। আর 'চেস্ট রোল' পেসার শামার স্প্রিঙ্গারের বলে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে ফিরেছেন আরমান জাফর (৫)। সেরা ৫ ব্যাটসম্যানের কেউই এক অঙ্কের রান পার হতে পারেনি। এই অবস্থা থেকে ভালো কিছু করতে হলে ভারতের লোয়ার অর্ডারকেও বড় সমর্থন দিতে হবে। প্রসঙ্গত, এটা ভারতের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের ম্যাচ। আর এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ওয়েস্ট ইন্ডিজ।