English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২৩:৩০

রোববার ফাইনালে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক
রোববার ফাইনালে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরের খেলা হবে আগামীকাল রোববার । শিরোপা লড়াইয়ে এদিন মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

অবশ্য পঞ্চমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। আর ২০০৪ সালে সবশেষ যুব বিশ্বকাপের ফাইনাল খেলেছে ক্যারিবীয় যুবারা।

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছিল ১৬টি দল। এর মধ্যে ১০টি টেস্ট খেলুড়ে ও ৬টি সহযোগী দেশ অংশ নিয়েছে।

ঢাকার মিরপুর, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের মোট ৪৮টি ম্যাচ। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের ২টি, সিলেটের ২টি ও কক্সবাজারের ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ম্যাচগুলো।

এ আসরের সেমিফাইনালে বিদায় নিয়েছে আয়োজক বাংলাদেশ। তাই দেশীয় দর্শকদের মধ্যে ততোটা আমেজ থাকছে না এবারের ফাইনাল নিয়ে। তবে বাংলাদেশের মাটিতে নতুন চ্যাম্পিয়নের হিসেব কষছে দুদলই। এখান থেকেই ২০০৪ সালের না পাওয়ার বেদনা যেমন ঘুচাতে চান ক্যারিবীয়রা, তেমনই ভারত চায় চতুর্থবারের মত শিরোপা তুলতে নিজেদের ঘরে। ম্যাচের আগের দিন মিডিয়ার কাছে এমনই প্রত্যয় ব্যক্ত করেছে দুদলের সঙ্গে সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক ইশান কিশান জানান, ফাইনালের জন্য সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছেন। দলগতভাবে এখন শুধু পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনযোগ দিতে চান তারা। একইসঙ্গে এই ম্যাচে ভালো খেলে সারা জীবন ভালো লাগা অনুভব করতে চান বলে জানান তিনি।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমেয়ার বলেন, ‘আমাদের জন্য অনেক অসাধারণ ব্যাপার এটা। এই মুহূর্তে আমাদের খুবই ভালো লাগছে। যদিও ভারত এই টুর্নামেন্টে শক্তিশালী দল। তবে একদিন আগে আমরা বাংলাদেশেকে হারিয়েছি। তারাও টুর্নামেন্টে ভালো ছিল। আসলে কে হেরেছে বা জিতেছে, সেটা বড় কথা নয়। আমরা মাঠে নামবো এবং নিজেদের সেরাটা খেলব।’