English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৩

বিশ্বকাপের মাসকট তালিকায় তিন প্রাণি

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের মাসকট তালিকায় তিন প্রাণি

২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ রাশিয়া। এ বিশ্ব আসর সফল করতে ইতোমধ্যে আয়োজন শুরু করে দিয়েছে দেশটি।  এই আয়োজনের অংশ হিসেবে মাসকট কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে আয়োজকরা।  এরই ধারাবাহিকতায় তিনটি প্রাণীকে তারা রেখেছেন মাসকটের তালিকায়। এ তিনটি প্রাণি হচ্ছে বাঘ, নেকড়ে আর বিড়াল।

এই তিন প্রানির মধ্য থেকেই বেছে নেওয়া হবে ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটে রাখা হবে কোন প্র্রাণিকে। আর এই চূড়ান্ত বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন রাশিয়ারই সাধারণ জনগণ।

এ প্রসঙ্গে ২০১৮ বিশ্বকাপের স্থনীয় আয়োজক কমিটির পরিচালক এলেক্স সরোকিন বলেন, ‘রাশিয়ার জনগনকে এই আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পেরে সত্যি খুবই আনন্দিত।’ ইতোমধ্যে সম্ভাব্য তিনটি মাসকটের ডিজাইন দাঁড় করানোয় রাশিয়ার ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় তিন স্কুলশিক্ষার্থীকে পুরস্কৃতও করেছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ২০১৮ সালের আসরটি রাশিয়ার ১১টি গুরুত্বপূর্ণ শহরে অনুষ্ঠিত হবে। মাসব্যাপী এ আয়োজন শুরু হবে সে বছরের ১৪ জুন। আর শেষ হবে ১৫ জুলাই।