English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:১৩
সাউথ এশিয়ান গেমসের

সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সেমিফাইনালে বাংলাদেশ

দ্বাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের সেমিফাইনালে ওঠেছেন বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। বৃহস্পতিবার নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করে তারা।

আগামী শনিবার ভারতের বিপক্ষে হবে সেমিফাইনাল ম্যাচ। গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিতে ওঠা নেপাল খেলবে মালদ্বীপের বিপক্ষে।

খেলায় নেপালই শুরুতে গোল করে এগিয়ে যায়। আনাতা টামাং তিন মিনিটেই গোল করে এগিয়ে নেন দলকে।  কিন্তু হাল ছাড়েনি বাংলাদেশ। খেলার ৪০ মিনিটে রায়হান হাসানের গোলে সমতায় ফিরে তিারা। প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করেন নাবিব নেওয়াজ জীবন। সেই সুবাদে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

নেপালের বিপক্ষে জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ।