English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৮

এশিয়া কাপে নেই তামিম

নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপে নেই তামিম

দুই-একদিনের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেটের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, বাংলাদেশ শিবিরের জন্য দু:সংবাদ হল দেশের মাটিতে চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে থাকছেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। মূলত, সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তামিম। প্রথমে শোনা গিয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে পৃথিবীর আলো দেখবে তামিমের অনাগত সন্তান। সেক্ষেত্রে এশিয়া কাপে তার দলে থাকার একটা সম্ভাবনা ছিল। অন্তত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেটাই চাইছিল। তবে, এখন সেই সময় এগিয়ে এসেছে। তামিমের প্রথম সন্তানের জন্মের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। ১৮ ফেব্রুয়ারি পিএসএল শেষ করে ঢাকায় ফিরেই তাই স্ত্রী আয়েশার পাশে থাকতে চলে যাবেন ব্যাংকক। এশিয়া কাপে তাই খেলা হবে না তামিমের। -