English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩৪

সেমিফাইনালের শুরুতেই চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সেমিফাইনালের শুরুতেই চাপে বাংলাদেশ

 

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। নতুন বলের দুই পেসার প্রথম ৮ রান দিলেন অতিরিক্ত খাতে। তাদের কোচ বলেছিলেন, নতুন বলেই বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করবেন তারা। সেই পরিকল্পনায় অবশ্য সফল ক্যারিবিয়ানরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে ২৭ রানেই স্বাগতিক বাংলাদেশের ২ উইকেট তুলে নেয় তাদের পেসাররা। এই রিপোর্ট লেখার সময় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সেই চাপ সামলাচ্ছে বাংলাদেশ। শেষ খবর, ১৩ ওভারে ৩ উইকেটে ৫৮ রান বাংলাদেশের। জয়রাজ শেখ ২৩ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন জাকির হাসান।

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। আলজারি জোসেফ প্রথম ওভারে লাইন খুঁজে পাচ্ছিলেন না। পরের ওভারে চেমার হোল্ডারের একই দশা দিয়ে শুরু। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলে হোল্ডার আঘাত করেন। গতিটা তাদের বড় সম্পদ। তাতেই হার মেনেছেন ওপেনার পিনাক ঘোষ (০)। ক্যাচ দিয়ে ফিরেছেন। সপ্তম ওভারে দ্বিতীয় ধাক্কা খায় বাংলাদেশ। এবার অন্য ওপেনার সাইফ হাসান (১০) জোসেফের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন।

এরপর প্রতিরোধ গড়ার দায়িত্ব পড়ে জয়রাজ ও নাজমুল হোসেনের ওপর। পাওয়ার প্লের ১০ ওভারে বড় কিছু তাই আসেনি। ৪৮ রান করেছে বাংলাদেশ। নাজমুলকে এক প্রান্ত রেখে জয়রাজ একটু আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নাজমুল ১১ রান করে রায়ান জনের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। দলের রান তখন ৫৮।  

আগে কখনো বিশ্বকাপের সেমি-ফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। এই প্রথম। সেই রোমাঞ্চ সাথে নিয়ে এবার ফাইনালে ওঠার লড়াই। লক্ষ্য শিরোপা। বাংলাদেশ অধিনায়ক অবশ্য এটিকে সেমি-ফাইনাল ভেবে খেলার কথা বলছেন না। আরেকটি ম্যাচ ভাবছেন।

ক্যারিবিয়ানদের পেসারদের সাথে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের জোর লড়াই হচ্ছে। পুরো টুর্নামেন্টে ক্যারিবিয়ানদের ফাস্ট বোলাররা ভালো করেছে। তারা সেমি-ফাইনালেই এসেছে পেসারদের জোরে। বাংলাদেশ বোলিং-ব্যাটিংয়ে ভারসাম্যপূর্ণ দল। ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের দেশের যুব ইতিহাসের অন্যতম সেরা। বোলিংয়ে ভালো পেসার আছে। তবে স্পিনাররা বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি। ব্যাটসম্যানরা ভালো পুঁজি দিলে বোলাররা নিশ্চয়ই বাকিটা সামলে নিতে পারবে।