English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০১

বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ফাইনাল?

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ফাইনাল?

 

যুব বিশ্বকাপে গতকাল ভারতের কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এরপরই সংবাদ স​ম্মেলনে এলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ অধিনায়ক চারিত আসলঙ্কা। কথাবার্তায় লঙ্কান যুবা অধিনায়ক বেশ আমুদে ও ইতিবাচক মানসিকতার। কথায় কথায় হেসে ওঠেন। কথা বলেনও বেশ গুছিয়ে। বোঝাই যাচ্ছে, টুর্নামেন্টটা বিশ্বকাপ হলে কী হবে, শ্রীলঙ্কার তরুণেরা এখানে এসেছিল উপভোগের মন্ত্র নিয়ে। সেমিফাইনাল পর্যন্ত যেতে পারাটাই উপভোগ করছে তারা। তৃতীয় স্থান নির্ধারণী একটি ম্যাচ খেলা ছাড়া তাদের আর কোন দায় নেই।

নানা কথার ফাঁকেই প্রশ্নটা উঠল ১৪ ফেব্রুয়ারির সেই ফাইনালে কে হতে পারে চ্যাম্পিয়ন। এক গাল হেসে আসলঙ্কা বললেন, ‘আমি আসলে বলতে পারছি না। কঠিন প্রশ্ন। তবে ভারত-বাংলাদেশের ভালো সুযোগ আছে বিশ্বকাপ জেতার।’ আর তখনই করতালির বৃষ্টি। কিন্তু সংবাদ সম্মেলনে নিশ্চয় এমনটা আশা করা যায় না।কিন্তু গতকাল আসলঙ্কা যা বললেন, তাতে আবেগতাড়িত হয়ে ​কজন সাংবাদিক হাততালি দিয়েই ফেললেন। লঙ্কান অধিনায়ক যে জানালেন, এবারের বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে বাংলাদেশের। বাংলাদেশ আর ভারতেরই একটিকে তাঁর কাছে মনে হচ্ছে সম্ভাব্য চ্যাম্পিয়ন।

বিজয়ী ভারতের যুব অধিনায়কও এসেছিলেন। ভারত অনূর্ধ্ব-১৯ অধিনায়ক ইশান কিষানকে জিজ্ঞেস করা হলো খানিকটা ঘুরিয়ে, ফাইনালে কাকে পেলে খুশি হবেন? আত্মবিশ্বাসের সঙ্গে ভারতীয় যুবা অধিনায়ক জানালেন, যে কোনো দল। কোনো দলকেই ভয় পাই না। আমরা শুধু নিজেদের খেলা নিয়ে ভাবছি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালটাই এখনো হয়নি। তবে টুর্নামেন্টে বাংলাদেশ যেভাবে খেলছে, আর এই টুর্নামেন্টের ঠিক আগে ক্যারিবীয় যুবাদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা যেভাবে মিরাজের দল জিতেছে, তাতে বাংলাদেশ ফাইনালই দেখতে পাচ্ছে। বাংলাদেশ দলও এ নিয়ে বেশ সতর্ক। বেশি তৃপ্ত হলে নিজেদের ভুলেরই মাশুল গুনতে হয়। তাই এখনই ফাইনাল নিয়ে ভাবা নয়। আগে আগামীকালের ম্যাচটি হোক। পরে দেখা যাবে।