English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩৮

জানেন কি, ক্রিকেট ধারাভাষ্যকারদের পারিশ্রমিক কত?

অনলাইন ডেস্ক
জানেন কি, ক্রিকেট ধারাভাষ্যকারদের পারিশ্রমিক কত?

 

কে বলেছে অবসর নিলেই মানুষের আয় কমে যায়? কারণ প্রাক্তন ক্রিকেটারদের উপার্জনও আপনার চোখ কপালে তুলে দিতে পারে। সৌজন্যে ক্রিকেট ধারাভাষ্যকারের পেশা।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে অধিকাংশ ক্রিকেটারই এখন কমেন্ট্রিকে পেশা হিসাবে বেছে নেন। যেমন সঞ্জয় মঞ্জরেকর ধারাভাষ্যকার হিসেবে দারুণ জনপ্রিয়। ২০১৫-য় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে কমেন্ট্রির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ৩৬ লক্ষ টাকা পেয়েছেন মঞ্জরেকর।

তবে, পারিশ্রমিকের নিরিখে সঞ্জয়কেও পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় দলে তার এক সময়ের সতীর্থ।ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ক্রিকেট-বিশেষজ্ঞ হিসেবে মতামত দিয়ে বিসিসিআই-এর কাছ থেকে ৩৯ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে। জানুয়ারি মাসেই দুই প্রাক্তন ক্রিকেটারকে এই অর্থ দিয়েছে বিসিসিআই।