English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৫৯

তামিমকে উর্দু বলানোর চেষ্ঠা রমিজ রাজার! (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
তামিমকে উর্দু বলানোর চেষ্ঠা রমিজ রাজার! (ভিডিওসহ)

 

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত ব্যাক্তিটি সম্ভবত এখন রমিজ রাজা। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের হেনস্থা করতে সদা তৎপর!গত বিশ্বকাপ থেকে এদেশে তিনি ‘কানঢাকা রমিজ’ নামে পরিচিতও পেয়েছেন। এভাবেই তিনি দিনে দিনে হাস্যকর একজন ব্যাক্তিতে পরিণত হচ্ছেন। তার নতুন ‘কীর্তি’ হলো বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালকে দিয়ে উর্দুতে কথা বলানোর চেষ্ঠা! পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার রাতে এমনই এক কান্ড ঘটান রমিজ!

 

দুবাইয়ে পেশোয়ার জালমির হয়ে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছেন তামিম। প্রথম ম্যাচে ৫১ বলে ৫১ রান করেছিলেন। দল জিতেছিল। ম্যাচ সেরা হতে পারেননি তামিম। তবে দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে তার ৪৭ বলের অপরাজিত ৫৫ রান ঠিকই এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। আর তারপরই কাণ্ডটা ঘটালেন রমিজ।

তামিমকে বলে বসলেন, তোমার ভাষায় কথা বলতে তো জানিনা, কথা বলবে ইংরেজিতে...নাকি...! রমিজের এমন কথার মধ্যে নিশ্চয়ই দূরভিসন্ধি ছিল । কারণ, ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার ২৬ বছরের তামিমের। বয়সভিত্তিক দল থেকেই উজ্জ্বল এই খেলোয়াড়। বিশ্ব মিডিয়ায় পরিচিত মুখ। আন্তর্জাতিক ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার কম পাননি। পুরস্কারের মঞ্চে তো নতুন মুখ নন একদমই। সাক্ষাৎকারও দিয়েছেন ঢের। আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে রমিজের তা অজানা থাকার কথা না মোটেই। তামিম তো আর বাংলায় বলবেন না। রমিজের প্রশ্নের পর ইংরেজিতেই বলতে শুরু করলেন তামিম। যেমনটা বলেন সবসময়। আর তার চমৎকার ইংরেজি রমিজকে লজ্জা দেবারই কথা। যদি ‘লজ্জা’ বস্তুটা রমিজের থেকে থাকে!

এখানেই শেষ নয়; শুক্রবার ম্যাচের মাঝখানে উপস্থাপিকা ছোট্টো একটি সাক্ষাৎকার নিয়েছিলেন তামিমের। রমিজের তা না দেখার কথা না। কারণ, ধারাভাষ্যেই তো ছিলেন তিনি। শুধু তাই কি? প্রথম ম্যাচের ফিফটির পর রমিজ তামিমের সাথে ইংরেজিতেই কথা বলেছেন! তাহলে রমিজের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক নয় কি?

রমিজ বাংলাদেশ প্রসঙ্গেও নানা সময় নানা কথা বলে বিতর্কে জড়িয়েছেন। পিএসএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে তার ঝামেলাটা দুদিনে দুবার হলো। প্রথম দিন করাচি কিংসের সাকিব আল হাসান অল রাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। পুরস্কার বিতরণের সময় সাকিবকে না ডেকে লেন্ডল সিমন্সকে ডেকে বসেন রমিজ! পরে শুধরে নেন। এর বাইরে সাম্প্রতিক সময়ে মোহাম্মদ আমিরকে নিয়ে পাকিস্তানের একটি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে আরেক কাণ্ড ঘটিয়েছেন। সেটা মোহাম্মদ ইউসুফকে ব্যক্তিগত আক্রমণ করে নানা কথা বলে। তখনও নিন্দিত হয়েছেন রমিজ। এবার তার তামিম কাণ্ডের পর আরো নিন্দা পাওয়াটা প্রাপ্যই হয়ে গেছে!   

সেই ঘটনাটির ভিডিও দেখুন নিচে...