English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

শ্রীলঙ্কার বিপক্ষে চালকের আসনে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে চালকের আসনে ইংল্যান্ড

 

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলছে দারুণ। কখনো শিরোপা না জেতা শ্রীলঙ্কা সেই তুলনায় ততো উজ্জ্বল না। আর এই দুই দলই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এবারের যুব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে। টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখার সময় ৫ ওভারের খেলা শেষ হয়েছে। ১ উইকেট না হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৩ রান। ম্যাক্স হোল্ডেন ৩ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন এই আসরে দুটি সেঞ্চুরি করা জ্যাক বার্নহ্যাম। পঞ্চম ওভারের শেষ বলে বিপজ্জনক ওপেনার ড্যান লরেন্সকে (৯) বোল্ড করে দিয়েছেন পেসার আসিথা ফার্নান্দো।

'সি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে ইংলিশরা। প্রথম ম্যাচে ফিজিকে তারা হারিয়েছিল রেকর্ড রানে। এরপর ছেড়ে কথা বলেনি টেস্ট খেলা দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে। ৩ ম্যাচ জিতে গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই এগিয়েছে ইংল্যান্ড।

'বি' গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে শ্রীলঙ্কা। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তারা জিততে পারেনি। কিন্তু গ্রুপ পর্বে অন্য দুই ম্যাচে আফগানিস্তান ও কানাডাকে হারিয়েছে।