English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:১০

আইসিসি’র বিগ থ্রি ক্ষমতা হারাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
আইসিসি’র বিগ থ্রি ক্ষমতা হারাচ্ছে

গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ‍ও ভারত সংগঠনটিতে তাদের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাচ্ছে। ফলে সামনে আইসিসি সংস্থাটির গঠনতন্ত্র ও প্রশাসনিক ক্ষমতায় ব্যাপক পরিবর্তন হবে।

আইসিসিতে সুশাসন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশোধন অনুযায়ী গঠনতন্ত্রে বলা হয়েছে, চলতি বছরের জুন মাস থেকে গোপন ব্যালটের মাধ্যমে সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হবে। এর মাধ্যমে তৎকালিন আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের সময়ে নেওয়া পদক্ষেপগুলো রহিত করে বিগ থ্রি একক আধিপত্য বিস্তারের সুযোগ নষ্ট করা হল।

পরিবর্তিত সংশোধনীতে বলা হয়েছে, আইসিসির আগামী নির্বাচন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র অডিট কমিটির চেয়ারম্যানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচিত চেয়ারম্যানের মেয়াদ হবে ২ বছর। এবং নির্বাচিত হওয়ার পর কোনো সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে থাকতে পারবেন না। চেয়ারম্যানে পদে নির্বাচনের যোগ্যতা হিসেবে অংশগ্রহনকারীকে বর্তমান বা সাবেক আইসিসির নির্বাহী পরিষদের সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এ সংশোধনির মাধ্যমে আইসিসির নির্বাহী কমিটি ও অর্থ কমিটিতে এখন থেকে ওই বিগ থ্রি প্রতিষ্ঠিত স্থায়ী সদস্য ক্ষমতা বাতিল করা হয়েছে। এছাড়া এর মাধ্যমে কমার্শিয়াল অবকাঠামোতেও পরিবর্তন বলে সংশোধনীতে উল্লেখ করা হয়েছে।