English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই ফেভারিট: টেন্ডুলকার

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই ফেভারিট: টেন্ডুলকার

 

সেই বাংলাদেশ সফর থেকে শুরু। ওয়ানডেতে নাকানি-চুবানি খাওয়ার পর সমালোচনার তীরে বিদ্ধ টিম ইন্ডিয়া সদ্য অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ জিতে দেশে ফিরেছে। আগামী মাসেই ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর৷ বিশ্বকাপে মাস্টার ব্লাস্টার্স শচীন টেন্ডুলকার রীতিমতো বাজি ধরেছেন ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে নিয়ে। তিনি বলেছেন এবারের বিশ্বকাপে ভারত-ই ফেবারিট।

১৯ মার্চ, ধরমশালায় পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত৷ অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্সের পর প্রথম টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন শচীন তেন্ডুলকার৷

লিটল মাস্টার বলেন, আমাদের সামনে বিরাট সুযোগ রয়েছে৷ টি-২০ ফরম্যাটে আমাদের দল দারুণ৷ সিনিয়র ও জুনিয়র মিলে দল দারুণ খেলছে৷

দলের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের ক্রিকেট ঈশ্বর বলেন, যশপ্রীত অস্ট্রেলিয়ায় দারুণ বল করেছে৷ অশিস নেহেরা, যুবরাজ সিং ও হরভজনের মতো সিনিয়ররা দলে ফিরেছে৷ আমি ভারতকে নিয়ে ভীষণ আশাবাদী৷

অস্ট্রেলিয়ায় টিম ধোনি ওয়ান ডে সিরিজ হারলেও তিন ম্যাচের টি-২০ সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করে ভারত৷ অস্ট্রেলিয়ায় ধোনি অ্যান্ড কোং-এর পারফরম্যান্স নিয়ে শচীন বলেন, অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজে ভারত দারুণ খেলেছে৷ শেষ ম্যাচে আমি দেখতে পারিনি৷ কিন্তু আমার স্ত্রী ও ছেলে খেলা দেখে আমায় বলে শেষ বলে আমাদের ২ রান চাই৷ আমি ওদের বলেছিলাম, নিশ্চিত আমরা জিতব৷ পয়েন্টের উপর দিয়ে রায়না দারুণ শট মেরে জেতাল৷