English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৮

কোন পথে বিরাট-অনুষ্কার সম্পর্ক?

অনলাইন ডেস্ক
কোন পথে বিরাট-অনুষ্কার সম্পর্ক?

 

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷ ভারতীয় ক্রিকেট ও বলিউডের অন্যতম দুই চরিত্র৷ বছর তিনেক একে অপরের ‘বাহুডোরে’ থাকা বিরাট-অনুষ্কা কি এবার আলাদা পথে চলতে শুরু করেছেন? সোশ্যাল মিডিয়ার আশঙ্কা ‘অধুরি কাহানির পথে এবার বিরুষ্কা’! বিশ্বকাপের ঠিক আগে গত বছর অস্ট্রেলিয়া সফরেও বিরাট কোহলির ছায়াসঙ্গী ছিলেন বলিউড তারকা অনুষ্কা শর্মা৷ এর পর থেকেই প্রকাশ্যে আসে বিরাট-অনুষ্কার প্রেমপর্ব৷ মিডিয়ার সামনেও দু’জনের সম্পর্কের কথা স্বীকার করেন নেন ভারতের টেস্ট অধিনায়ক৷ কিন্তু হঠাৎ কি হল যে বিপরীত দিকে হাঁটা শুরু করেছেন ভারতীয় মিডিয়ায় বহুচর্চিত এই ‘কাপেল’৷ সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফ্রেন্ড করার পর ছড়িয়েছে গুঞ্জন!

বিরাট-অনুষ্কার প্রথম দেখা ২০১৩-র এক বিজ্ঞাপন শুটিংয়ে। তারপর থেকেই একে-অপরের কাছে আসেন বিরাট-অনুষ্কা৷ প্রথম ভালো বন্ধুত্বের পরিচয় দিলেও শেষমেশ দু’জনেই স্বীকার করে নেয় তাঁদের প্রেমপর্বের কথা৷ এর পর বিরাট-অনুষ্কার রোমান্স আরও মাত্রা পায়৷ নির্জনে হলিডে কাটাতে দেখা যায় দু’জনকে৷

ফেব্রুয়ারি ২০১৪ হাতেহাত ধরে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের নির্জন জায়গায় ঘুরতে দেখা যায় বিরাট-অনুষ্কাকে৷ তার পর একে অপরের বাড়িতেও যান তাঁরা৷ বিরাটের বাড়ি থেকে অনুষ্কাকে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়৷ শোনা যাচ্ছে তড়িঘড়ি বিয়েতে ঘোর আপত্তি অনুষ্কার৷ ২০১৬-তে বিরাট বিয়ের কথা বললেও অনুষ্কা এখনই বিয়ে করতে রাজি নন৷ আগামী বছর বিয়ে নিয়ে ভাববেন বলিউডের নায়িকা৷ এতেই বেজায় চটেছেন ভারতের টেস্ট অধিনায়ক৷ গুঞ্জন আদালা পথ চলা শুরু করেছেন দু’জনে…!