English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১১

আদালতে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকলেন নেইমার

অনলাইন ডেস্ক
আদালতে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকলেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে স্পেনের একটি আদালতে হাজিরা দিতে হলো। বার্সেলোনায় তার বদলিকে ঘিরে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ ওঠার পর এটি আদালত পর্যন্ত গড়ায়। বার্সেলোনা বলছে, ২০১৩ সালে তারা নেইমারকে ৫ কোটি ৭০ লাখ ইউরো দিয়েছিলো। কিন্তু তদন্তকারীরা বলছেন, ‘নেইমারের সাথে বার্সেলোনার চুক্তি হয়েছিল ৮ কোটি ৩০ লাখ ইউরোতে।’

আদালতে হাজির হয়ে বিচারকের সামনে দেড় ঘণ্টার মতো কাটান নেইমার। তার সাথে এজেন্ট হিসেবে আদালতে উপস্থিত হয়েছিলেন বাবা নেইমার ডা সিলভা স্যান্টোস। এর আগে অবশ্য একটি ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোনো রকম ভুল করার কথা অস্বীকার করেন নেইমার।

ব্রাজিলের একটি তৃতীয় পক্ষ বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস এই অভিযোগটি সামনে নিয়ে আসে। প্রতিষ্ঠানটি ব্রাজিলের খেলোয়াড়দের স্পোর্টস রাইটসের ৪০% এর মালিক।ডিআইএস বলছে, বার্সেলোনায় এই নেইমারের এই চুক্তির ফলে যে লেনদেন হয়েছে তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোসেপ বার্তামিউ ও সাবেক প্রেসিডেন্ট স্যান্দ্রো রোসেলকে চুক্তির পক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য আদালতে হাজির হতে বলা হয়েছিল।কিন্তু আগে এই ব্যাপারে একবার প্রমাণ দিয়েছেন বলে এবার তারা কোর্টে উপস্থিত হতে অস্বীকার করেন।এক  বিবৃতিতে বার্সা জানিয়েছে, এ নিয়ে তারা মোটেও চিন্তিত নয়, কারণ ন্যায় বিচারের প্রতি তাদের আত্মবিশ্বাস রয়েছে।