English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৪:৩০

জিম্বাবুয়ের নতুন অধিনায়ক মাসাকাদজা

অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ের নতুন অধিনায়ক মাসাকাদজা

হ্যামিল্টন মাসাকাদজা জিম্বাবুয়ের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন। শনিবার হারারেতে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত তাদের ওয়েব সাইটে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটে বোর্ড।মাসাকাদজার ডেপুটি হয়েছেন গ্রায়েম ক্রেমার। বৈঠকের পর দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক উইলফ্রেড মুকুন্ডিওয়া বলেন, ‘মাসাকাদজা ও ক্রেমার দুজনেই অভিজ্ঞ। আমরা তাদের নেতৃত্ব দেয়ার সামর্থ্যও দেখেছি। তারা সফল হবে, এতে কোনো সন্দেহ নেই।’

৩২ বছর বয়সী মাসাকাদজা এর আগেও বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ বাংলাদেশ সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন এই ওপেনার। ২৯টি টেস্ট, ১৬৫ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে মাসাকাদজার।  ক্রেমার ১১ টেস্ট, ৬১ ওয়ানডে ও ২৪টি টি২০ ম্যাচ খেলেছেন।
 
বাংলাদেশের বিপক্ষে শেষ টি২০ ম্যাচের পর হুট করে দলে অধিনায়কত্ব ছেড়ে দেন এল্টন চিগুম্বুরা।