English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৩:১৬

ফেদেরার কে হারিয়ে ফাইনালে জকোভিচ

অনলাইন ডেস্ক
ফেদেরার কে হারিয়ে ফাইনালে জকোভিচ

 

অস্ট্রেলিয়ান ওপেনে রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। নারী এককের ফাইনালে ওঠেছেন সেরেনা উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার।সেমিতে দারুন ফর্মে থাকা জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি ফেদেরার। প্রথম দুই সেট জকোভিচ জেতেন ৬-১, ৬-২ গেমে। তৃতীয় সেটে ফেদেরার কিছু প্রতিরোধ গড়লেও, চতুর্থ সেট হারেন ৬-৩ গেমে। ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ মিলোস রাওনিক ও অ্যান্ডি মারের মধ্যে জয়ী।

নারী এককে আগ্নিয়াস্কা রাদওয়ানস্কাকে সহজেই হারিয়েছেন সেরেনা উইলিয়ামস, ম্যাচ জেতেন ৬-০ এবং ৬-৪ গেমে। আরেক সেমিতে জোহানা কন্টাকে ৭-৬ এবং ৬-১ গেমে হারিয়ে ফাইনালে ওঠেছেন অ্যাঞ্জেলিক কেরবার।