English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৫:৩৫

হিঙ্গিসকে হারিয়ে সেমিফাইনালে সানিয়া !

অনলাইন ডেস্ক
হিঙ্গিসকে হারিয়ে সেমিফাইনালে সানিয়া !

মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন সানিয়া মির্জা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ অস্ট্রেলিয়া ওপেনে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে লিয়েন্ডার পেজ ও মার্টিনা হিঙ্গিস জুটিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় সানিয়া-ডডিগ জুটি৷ মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার সকালে সানিয়া-মার্টিনার লড়াইয়ে চোখ ছিল টেনিসপ্রেমীদের৷ ডাবলসে সানিয়ার পার্টনার মার্টিনা৷ সুইস তারকাকে নিয়ে টানা ৩৫টি ম্যাচ জিতে ইতিমধ্যেই মহিলা ডাবলসের ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা৷এদিন সকালে মিক্সড ডাবলসে তার ডাবলস পার্টনার মার্টিনার বিরুদ্ধে কোর্টে নামেন সানিয়া৷ কোয়ার্টার ফাইনালে এক ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে মার্টিনা-পেজ জুটিকে স্ট্রেট সেটে (৭-৬,৬-৩) হারিয়ে সেমিফাইনালে ওঠে শীর্ষ বাছাইয়ে সানিয়া-ডডিগ জুটি৷ শেষ চারের লড়াইয়ে সানিয়া-ডডিগ জুটি খেলবে পঞ্চম বাছাই এলেনা ভ্যাসনিনা ও ব্রুনো সোরেসের বিরুদ্ধে৷ ব্রাজিলীয় তারকা সোরেজ আবার সানিয়ার প্রাক্তন মিক্সড ডাবলস পার্টনার৷