English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৯

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-মার্টিনা

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-মার্টিনা

অপ্রতিরোধ্য সানিয়া-মার্টিনা! অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলসের ফাইনালে পৌঁছালেন সানিয়া মির্জা ও তার সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিস৷ এর ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের হ্যাটট্রিকের হাতছানি এখন সানিয়া-মার্টিনা জুটির সামনে৷ বুধবার রড লেভার এরিনায় সেমিফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছান বিশ্বের এক নম্বর জুটি সানিয়া-মার্টিনা৷ জুলিয়া জর্জি ও ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-১, ৬-০ হারিয়ে খেতাবের দোরগোরায় ‘স্যান্টিনা’৷ ত্রয়োদশ বাছাই জার্মান-চেক জুটিকে ২৭ মিনিটে উড়িয়ে দেয় ইন্দো-সুইস জুটি৷ ‘বাগেল’ থেকে অল্পের জন্য বেঁচে যায় ১৩ নম্বর জুটি৷ খেতাবের লড়াইয়ে সানিয়া-মার্টিনা জুটি খেলবে সপ্তম বাছাই হাভাকোভা-হাডেকা জুটির বিরুদ্ধে৷ উইম্বলডন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার ইন্দো-সুইস জুটি টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে৷