English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৬:১৬

জয়ের কাছাকাছি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জয়ের কাছাকাছি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে গতবারের শিরোপাজয়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের তরুণরা দেখাচ্ছেন ভালো নৈপুণ্য। মেহেদি হাসান মিরাজ, সাইদ সরকারদের ভালো বোলিংয়ে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৩/৫। জয়ের জন্য শেষ নয় ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ৮৫ রান। ৮৭ রানের ইনিংস খেলে প্রায় একাই লড়ছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার লিয়াম স্মিথ।

অফস্পিন দিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণের সূচনা করেছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ওভারে তিনি কোনো রান দেননি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেয়েছেন সাফল্য। আউট করেছেন এক রান করা কাইল ভেরেনকে। নবম ওভারে দারুণ এক ডেলিভারিতে উইয়ান মুলডারকে (৮) বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ১৫তম ওভারে আবার সাইফুদ্দিনের আঘাত। প্রোটিয়াদের অধিনায়ক টনি ডি জর্জিকেও (৮) বোল্ড করেছেন এই ডানহাতি পেসার। ২১তম ওভারে বাংলাদেশ চতুর্থ সাফল্য পেয়েছে অফস্পিনার সাইদ সরকারের সুবাদে। তাঁর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন রিভালদো মুনসামি (৫)। পঞ্চম উইকেটে ৫২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও খুব বেশি সফল হতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ৩৪তম ওভারে ডায়ান গালিয়েমকে আউট করে বাংলাদেশকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেন সাইদ সরকার।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৭৩, জয়রাজ শেখের ৪৬, পিনাক ঘোষের ৪৩ রানের সুবাদে ৭ উইকেটে ২৪০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মিরাজের ব্যাট থেকে এসেছে ২৩ রান।