English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৩:০৯

প্রোটিয়াদের ২৪১ রানের টার্গেট দিল যুবারা

অনলাইন ডেস্ক
প্রোটিয়াদের ২৪১ রানের টার্গেট দিল যুবারা

 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ এর সংগ্রহ ৭ উইকেটে ২৪০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন নাজমুল হোসেন শান্ত। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।  বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ২৯ ম্যাচ খেলা সাইফ হাসান ও ২২ ম্যাচ খেলা পিনাক ঘোষ। শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ৫ ওভারে মাত্র তিন রান নিলেও এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন দুই ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারে দুটি বাউন্ডারি মারেন পিনাক ঘোষ। ইনিংসের দশম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। মুলডারের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬ রান। দলীয় ৩০ রানের মাথায় বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায়।

আরেক প্রান্তে দারুণ ব্যাট করতে থাকেন পিনাক ঘোষ।  দলীয় ৩০ রানের মাথায় বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায়। ওপেনার সাইফ বিদায় নিলেও রানের চাকা ঘোরাতে থাকেন ৩৮ ম্যাচ খেলা জয়রাজ শেখ ও ইনফর্ম ব্যাটসম্যান পিনাক ঘোষ। দলীয় ৭৪ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন ৫১ বলে ৪৩ রান করা পিনাক। তার ইনিংসে ৪টি বাউন্ডারির সাথে ছিল দুটি ওভার বাউন্ডারি।

১০৩ রানের মাথায় বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। ২৪তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জয়রাজ শেখ। ৫০ বলে ৪৬ রান করার পথে তার ব্যাট থেকে ৬টি চারের পাশাপাশি একটি ছক্কাও আসে। এরপর ৫১ ম্যাচ খেলা মেহেদি হাসান মিরাজ ও ৫৩ ম্যাচ খেলা নাজমুল হোসেন শান্ত রানের চাকা ঘোরাতে থাকেন। এ দুই টাইগার ব্যাটসম্যান স্কোরবোর্ডে ৬৮ বলে নিজেদের ৫০ রান যোগ করেন। তাদের জুটি ভাঙে ৫৯ রানে।

ইনিংসের ৩৮তম ওভারে প্রোটিয়া দলপতি টনি জর্জির বলে লুডিকের তালুবন্দি হয়ে বিদায় নেন টাইগার দলপতি মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে টাইগার অধিনায়কের ব্যাট থেকে আসে ২৩ রান। তার ৩৮ বলের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি। পঞ্চম ব্যাটসম্যান হয়ে বিদায় নেন জাকির হাসান। ৪৫তম ওভারে মুলডারের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ রান। অর্ধশতক হাঁকানো নাজমুল শান্তর সঙ্গে ৪৫ রানের দারুণ একটি জুটি গড়েন জাকির। পরের ওভারে ৪ রান করে বিদায় নেন সাইদ সরকার।

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৯ রান করা নাজমুল হোসেন শান্ত এ ম্যাচের মধ্যদিয়ে ১৬০০ রান স্পর্শ করেন। বিশ্বমঞ্চে ব্যাটিংয়ে নেমে ৬৯ বলে অর্ধশতকের দেখা পান শান্ত। ৭৩ রান করে ইনিংসের ৪৯তম ওভারে বোল্ড হন শান্ত। তার ৮২ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার, এটি ছিল তার ১২ তম অর্ধশত রান। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে আর কোনো ব্যাটসম্যানের জন্য এটাই সর্বোচ্চ সংখ্যক ফিফটি।

শেষদিকে সাইফুদ্দিন ১৭ ও সঞ্জিত সাহা ২ রান করে অপরাজিত থাকেন। প্রোটিয়াদের হয়ে মুলডার সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন।