English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৮:৩২

আইপিএলে খেলতে মানা নেই মুস্তাফিজের

নিজস্ব প্রতিবেদক
আইপিএলে খেলতে মানা নেই মুস্তাফিজের

মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে ব্যথা বেশ কিছুদিন ধরেই। কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে একটা ‘বিশেষ’ বল করার সময় অস্বস্তি বোধ হচ্ছে এই প্রতিভাবান বাঁহাতি পেসারের। তাই পিএসএলে তাকে খেলতে দেওয়ার পক্ষে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ফেব্রুয়ারিতে পাকিস্তানের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় না খেললেও আইপিএলে মুস্তাফিজের খেলার যথেষ্ট সম্ভাবনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল হবে বলে বিসিবি তাকে খেলতে দেওয়ার পক্ষে।  

আগামী ৯ এপ্রিল থেকে ২৯ মে হবে আইপিএল নামে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ৩ এপ্রিল। বিশ্বকাপের পর জাতীয় দলের ব্যস্ততা না থাকলে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলে মুস্তাফিজকে খেলতে দিতে আপত্তি নেই বিসিবির।

মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘আইপিএল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হবে। আমরা তাই এই টুর্নামেন্টে মুস্তাফিজকে খেলতে দেওয়ার পক্ষে। যদি সে তখন পুরোপুরি ফিট থাকে এবং আইপিএলের কোনো দল তাকে নিতে চায়, তাহলে আমাদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।’  

বরং আইপিএলের মতো বড় প্রতিযোগিতায় খেললে মুস্তাফিজ উপকৃত হবে বলে মনে করেন জালাল ইউনুস, ‘আমরা মুস্তাফিজের সব খেলার জায়গা বন্ধ করে দিতে পারি না। আমার মনে হয় আইপিএলে খেললে তার জন্য ভালোই হবে। বড় মাপের ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারলে তার অভিজ্ঞতা বাড়বে। অবশ্য পুরোপুরি ফিট থাকলে আমরা তাকে পিএসএলেও খেলতে দিতাম।’  

এবারের আইপিএলের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশ থেকে মুস্তাফিজ ছাড়াও তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদের নাম রয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এরই মধ্যে দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৬ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম হবে। তখনই জানা যাবে মুস্তাফিজের আইপিএল-ভাগ্য।