English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৭:০৯

স্মরণীয় মুহূর্ত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া

অনলাইন ডেস্ক
স্মরণীয় মুহূর্ত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া

 

ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ টেন্ডুলকারের জীবনের সবচেয় স্মরনীয় মুহূর্ত কি জানেন ? ২০১১ এর বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সকলের সাথে শচীনও গলা মিলিয়ে গাইলেন নিজ দেশের জাতীয় সঙ্গীত ‘জনগনমন অধিনায়ক জয় হে...’। কিন্তু শুধু এটাই নয়, লিটল মাস্টারের সবচেয়ে গর্বের অনুভুতি হলো পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ক্রীড়াব্যাক্তিত্বদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার ভিডিও প্রকাশ অনুষ্ঠানে শচীন এই মন্তব্য করেন।

ভারতীয় উপমহাদেশের দুটি দেশ বাংলাদেশ এবং ভারতের কাছে পাকিস্তানিরা ‘জন্মশত্রু’ হিসেবে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের আগে এবং পরে এই বিবাদ চলে আসছে। বিষয়টা অনেকে রাজনৈতিক বললেও কোন ব্যাক্তি বা কোন খেলাধুলাই তো আর রাজনীতির বাইরে নয়। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুভুতিই আলাদা।

‘দ্য স্পোর্ট হিরোজ’ নামক এ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে শচীন বলেন, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা, স্টেডিয়ামের ভিতরে দলের সবার মাঝখানে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীত গেয়েছি সেই অনুভুতিই আলাদা। তিনি আরও বলেন, যখন আমরা জাতীয় সঙ্গীত গাই তখন আমাদের মাথাটা উঁচু থাকে, আর যখন খেলার মাঠে জাতীয় সঙ্গীত গাই তখন বুকের ছাতিটা চওড়া হয়ে যায়।