English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৩০

ওয়ানডে বোলার হিসেবে বিশ্বে দ্বিতীয় সাকিব

নিজস্ব প্রতিবেদক
ওয়ানডে বোলার হিসেবে বিশ্বে দ্বিতীয় সাকিব

 

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিংয়েও উঠে এলেন দ্বিতীয় স্থানে। তার সামনে রয়েছেন ট্রেন্ট বোল্ট ও পরে রয়েছেন মিচেল স্টার্ক। সদ্য শেষ হওয়া বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে টি২০ সিরিজ ড্র করেই থামতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু একদিনের বোলিং র‌্যাঙ্কিংয়ে একধাপ উঠে দু’নম্বরে চলে এলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

বোলিংয়ে উত্থানের দিন অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও ধরে রাখলেন সাকিব। অলরাউন্ডারের তালিকায় সাকিবের পর দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ হাফিজ। তিনে তিলকরত্নে দিলশান।