English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৫:২৫

মাশরাফি উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
মাশরাফি উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে না পেরে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিশ্চয়ই হতাশ। তবে এই হতাশার মাঝেই একটা আনন্দের সংবাদ পেয়েছেন তিনি। উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। অবশ্য একা নন। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও বিনয় কুমার, পাকিস্তানের ইউনুস খান, ইংল্যান্ডের জো রুট ও শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদও ২০১৪-২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মাশরাফির সঙ্গে।

উইজডেন ইন্ডিয়া উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ভারতীয় সংস্করণ। এটি ক্রিকেটের অন্যতম সম্মানজনক পুরস্কার।

এর আগে বাংলাদেশের তিনজন ক্রিকেটার উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এবার তাদের সঙ্গে এমন একজনের নাম যোগ হলো যার নেতৃত্বে গত বছর বাংলাদেশ দল অসাধারণ সাফল্যের আনন্দে ভেসে গিয়েছিল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মতো তিন পরাশক্তিকে হারিয়ে দিয়েছিল ওয়ানডে সিরিজে।

উইজডেন ইন্ডিয়ার ২০১৬ সংস্করণ জয়পুর সাহিত্য উৎসবে প্রকাশ করা হয়েছে। এর মোড়ক উন্মোচন করেছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ও সাবেক তারকা ফুটবলার বাইচুং ভুটিয়া।

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরার সম্মান পেয়ে মাশরাফি উচ্ছ্বসিত, ‘যে কোনো স্বীকৃতি পেলেই খুব ভালো লাগে। দেশের বাইরে থেকে এই স্বীকৃতি পাওয়ায় আমি নিজে যেমন আনন্দিত, তেমনি দেশের জন্যও এটা সম্মানজনক ব্যাপার। তারকা ক্রিকেটারদের সঙ্গে নিজের নাম দেখেও খুব ভালো লাগছে।’