English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৩:৫৩

হারের ধারা অব্যাহত রাখলো ম্যানইউ

অনলাইন ডেস্ক
হারের ধারা অব্যাহত রাখলো ম্যানইউ

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউথ্যাম্পটনের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটি অবশ্য ঠিকই জয় তুলে নিয়েছে। আর্সেনালকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে এবারের আসরের চমক জাগানো দলটি। শনিবার রাতে সাউথ্যাম্পটনের কাছে ১-০ গোলে হারে ইউনাইটেড। আর স্টোক সিটিকে ৩-০ গোলে হারায় লেস্টার। ওল্ড ট্র্যাফোর্ডে ৮৭তম মিনিটে ইউনাইটেডের জালে একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার চার্লি অস্টিন। ইপিএলের এবারের আসরে লুই ফন খালের দলের এটা ষষ্ঠ হার। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। এদিকে স্টোক সিটির বিপক্ষে ঘরের মাঠে ৪২তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল ড্রিঙ্কওয়াটারের গোলে এগিয়ে যায় লেস্টার। পরে ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমি ভার্ডি। ইপিএলের এবারের আসরে ভার্ডির এটা ষষ্ঠদশ গোল, লিগের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। ৮৭তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনার্দোর গোলে লেস্টারের জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ে লেস্টারের পয়েন্ট ২৩ ম্যাচে হলো ৪৭। ওয়েস্টহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে তিনে থাকা আর্সেনাল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। দিনের প্রথম ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জেতে লিভারপুল। ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল।