English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৩:১৪

সমালোচনায় জর্জরিত ধোনির পাশে ভারতীয় মিডিয়া

অনলাইন ডেস্ক
সমালোচনায় জর্জরিত ধোনির পাশে ভারতীয় মিডিয়া

 

চলতি অস্ট্রেলিয়া সিরিজ এবং তার আগে আফ্রিকা সিরিজ মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারের পর  যথারীতি ভারতজুড়ে ‘গেল গেল’ আওয়াজ উঠেছে। গোটা ভারতীয় ক্রিকেট সমর্থকরা যেন হামলে পড়েছে অধিনায়ক ধোনির উপর। ধোনি হটাও টিম বাঁচাও- এই স্লোগান এখন সবার মুখে মুখে। তাই বাংলাদেশের কাছে সিরিজ হারের পর আবারও সমালোচনার মুখে ধোনির ক্যাপ্টেনসি। কিন্তু এই দু:সময়ে ধোনির পাশে দাঁড়িয়েছে ভারতীয় মিডিয়া।

“দোকানে মাল না থাকলে ধোনি কী করবেন”- শিরোনামে একটি খবর প্রকাশ করেছে কলকাতার পত্রিকা ‘এই সময়’। ক্রীড়া ব্যাক্তিত্ব প্রদীপ বন্দোপাধ্যায়ের একটি বিখ্যাত উক্তি “ডাঁটা চচ্চরির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না” দিয়ে লেখাটি শুরু করেছেন সব্যাসাচী সরকার। তিনি লিখেছেন ডাঁটা চচ্চরির মশলা দিয়ে যেমন বিরিয়ানি রান্না করা যায় না, তেমনি দোকানে মাল না থাকলে ম্যাচ জেতা যায় না। ধোনিকে বের করে দিয়ে যদি কোহেলিকে অধিনায়ক করা হয় তবুও কি ভারত জিতবে? ভারতের দোকানে পর্যাপ্ত ‘মাল’ ই নেই সেখানে দোকানদার একা কি করবেন? সব্যাসাচী লিখেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন ভারত একটি ম্যাচও জিতবে?

তবে সব্যাসাচী সবচেয়ে চটেছেন বোলারদের উপর। যে টিমের এক নম্বর বোলার ইশান্ত শর্মা ৫০তম ওভারে বল করতে এসে ১৮ রান দেন, ছয়-সাত নম্বরে ১৫-২০ রান করার মত কেউ নেই সে টিম কিভাবে জিতবে? অলরাউন্ডার ঋষি ধাওয়ান আর গুরকিরত্ সিং এর সমালোচনা করে তিনি বলেন, ১১৫-১২০ কি.মি. গতিতে বল করার মত অলরাউন্ডার বাংলাদেশের অলিতে-গলিতে পাওয়া যাবে। এই যদি হয় পেস এটাকের অবস্থা তবে যত বড় ক্যাপ্টেনই আসুক না কেন তার হাত কামড়ানো ছাড়া আর কোন উপায় থাকবে  না।

ওয়ানডেতে ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর মোট পনেরটি ওয়ানডেতে জয় মাত্র ছয়টি। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা সিরিজ হার। এই ফলাফলে কোহেলি ২৫ টা সেঞ্চুরি করলেন না রোহিত ডাবল সেঞ্চুরি করলেন তাতে কি যায় আসে? টিম না জিতলে রেকর্ডের কোন দাম নেই। ভারতীয় দলে যে একতার অভাব আছে সেটা কি ধোনিকে সরিয়ে দিলেই মিটে যাবে?