English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৪:১০

সানিয়া-মার্টিনা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে

অনলাইন ডেস্ক
সানিয়া-মার্টিনা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে

 

প্রত্যাশামতই সহজেই অস্ট্রেলিয়ান ওপেনে এগোলেন সানিয়া-মার্টিনা৷ বৃহস্পতিবার মহিলা ডাবলসে প্রথম রাউন্ডে ব্রাজিল ও কলম্বিয়ান জুটিকে স্ট্রেট সেটে (৬-২,৬-৩) হারায় বিশ্বের এক নম্বর সানিয়া-মার্টিনা জুটি৷  এক ঘণ্টার মধ্যে পেরেইরা-মারিনো জুটির লড়াই শেষ করে দেন সানিয়া মির্জা ও তার সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিস৷ দুরন্ত সার্ভিস ও উইনারে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ইন্দো-সুইস জুটি৷ এই জয়ের ফলে টানা ৩১টি ম্যাচে জয় পেলেন সানিয়া-মার্টিনা৷ গত সপ্তাহেই সিডনিতে এপিয়া ইন্টারন্যাশানালে টানা ২৯তম ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বের নম্বর ওয়ান মহিলা জুটি৷ সিডনিতে জিতে নতুন বছরে ইতিমধ্যে দু’টি খেতাব জিতে নেন সানিয়া-মার্টিনা৷ 

গত বছর মার্চে শুরু হওয়া সানিয়া-মার্টিনা জুটির দৌড় অব্যাহত৷ এক বছরের কম ব্যবধানে ১১টি খেতাব ঘরে তুলেছে এই জুটি৷ অস্ট্রেলিয়ান ওপেন আবার প্রিয় সার্কিট মার্টিনার৷ এখানে সাতটি খেতাব রয়েছে সুইস তারকার৷ তিনটি সিঙ্গলস ও চারটি ডাবলস খেতাব৷ দ্বিতীয় রাউন্ডে সানিয়া-মার্টিনা সামনে ইউক্রেনের দুই যমজ বোন কিচেনক জুটি৷