English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ২০:৫৯

৩১ রানে হেরে গেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৩১ রানে হেরে গেলো বাংলাদেশ

চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।  জিম্বাবুয়ের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রাত তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এই ম্যাচে হারলেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রইল বাংলাদেশ। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজে টিকে রইল জিম্বাবুয়ে।

বুধবার বেলা ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ম্যালকম ওয়ালার। এছাড়া ভুসি সিবান্দা ৪৪ ও শন উইলিয়ামস ৩২ রান করেন।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩২ রানে ৩টি, আবু হায়দার ৪০ রান ২টি ও মোহাম্মদ শহীদ ৩২ রানে একটি উইকেট নেন।
জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
এই ম্যাচে তামিম না থাকায় সৌম্যের সঙ্গে ইনিংসের সূচনা করতে নামেন ইমরুল কায়েস। কিন্তু সুবিধা করতে পারেননি তিনি। টেন্ডাই চিসোরোর কথা প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেন মাত্র ১ রান।
এরপর ব্যাট করতে নামেন দারুণ ছন্দে থাকা সাব্বির রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্যের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি।
অষ্টম ওভারে বোলিংয়ে এসে সৌম্যকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের স্পিনার গ্রায়েম ক্রেমার। ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে হ্যামিল্টন মাসাকাদজার তালুবন্দি হওয়ার আগে সৌম্য ২১ বলে ২৫ রান করেন।
সৌম্যের বিদায়ের পর ব্যাট করতে নামেন এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেন। তৃতীয় উইকেট জুটিতে তাকে নিয়ে ৩ ওভার ২ বলে দলীয় সংগ্রহে আরও ২৩ রান যোগ করেন সাব্বির।
সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও অর্ধশতকের দেখা পাননি সাব্বির। তৃতীয় ম্যাচে আর ভুল করেননি। তুলে নিয়েছেন অর্ধশতক। তবে কাঙ্খিত অর্ধশতক তুলে নেওয়ার পরপরই ফিরেছেন সাজঘরে।
সিকান্দার রাজার করা ইনিংসের দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে মুজারাবানির তালুবন্দি হন সাব্বির। সাজঘরে ফেরার আগে ৯টি চারের সাহায্যে ৩২ বলে ৫০ রান করেন তিনি।
ইনিংসের চতুর্দশ ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সিকান্দার রাজা। এবার তার শিকার মোসাদ্দেক হোসেন। ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন মোসাদ্দেক। ১৯ বল খেলে ১টি চারের সাহায্যে তিনি করেন ১৫ রান।
পরের ওভারেই বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন গ্রায়েম ক্রেমার। তুলে নেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহকে। ওভারের প্রথম বলে ওয়ালারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ৩ রান করেন সাকিব। আর পঞ্চম বলে উইকেটের পেছনে মুতুমবামির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মাহমুদুল্লাহ ৪ বলে ৬ রান করেন।
এরপর সপ্তম উইকেট জুুটিতে মুক্তার আলি ও নুরুল হাসান ৫ ওভার ১ বলে ৪৯ রান তুললেও দলের পরাজয় এড়াতে পারেননি। নুরুল হাসান ১৭ বলে ৩০ ও মুক্তার আলি ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
২৩ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলা জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত।
এর আগে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে যথাক্রমে ৪ উইকেট ও ৪২ রানে হারায় বাংলাদেশ।