English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৫৪

বাংলাদেশের সামনে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সামনে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল জিম্বাবুয়ে

বাংলাদেশে এসেই  ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ে অধিনায়ক। সেটা যে নেহাতই হুমকি ছিল না তার প্রমাণ পাওয়া গেল প্রথম ম্যাচে। বাংলাদেশের সামনে ১৬৪ রানের বড় চ্যালেঞ্জই ছুঁড়ে দিল জিম্বাবুয়ে। রানটা আরও বড় হতে পারত। কিন্তু 'মি. কাটার' মুস্তাফিজের জোড়া আঘাতে লন্ডভন্ড হয়ে যায় জিম্বাবুয়ে। দারুণ উইকেটকিপিং করেছেন মুশফিকের উত্তরসূরী নুরুল হাসান। আল-আমিন দুটি এবং সাকিব আল হাসান একটি উইকেট নেন। এতে রানের চাকা কিছুটা মন্থর হয়ে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। এর আগে শতরানের পার্টনারশিপ গড়া উদ্বোধনী জুটি ভেঙ্গে দেন সাকিব আল হাসান। 

মাসাকাদজা ৫৩ বলে ৯ চার আর ২ ছয়ের সাহায্যে ৭৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে রানআউট হয়ে যান। এছাড়া সিবান্দা চারটি ৪ আর দুটি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৬ এবং ওয়ালার ৮ বলে ১৪ রান করেন।

এই নিউজ লেখা পর্যন্ত বাংলাদেশ দল ৩ ওভারে ১ উইকেটে ৩০ রান করেছে। তামিম ১৯  অপরাজিত আছেন। তামিমের সাথে ভুল বোঝাবুঝির দরুণ দারুণ একটা চারের মার মারার পর রানআউট হয়ে গেছেন সৌম্য সরকার (৭)। ঢাকা পোস্টে সবগুলি খেলা লাইভ দেখতে পারবেন। ক্লিক করুন নিচের ভিডিও লিংকে।