English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৬:১৪

তামিম-সৌম্যর বিদায় (লাইভ স্ট্রীমিং)

নিজস্ব প্রতিবেদক
তামিম-সৌম্যর বিদায় (লাইভ স্ট্রীমিং)
 
চার ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত  নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার শুভাগত হোম ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের। প্রথম টি-টোয়েন্টি খেলার আগেই অবশ্য ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে শুভাগতর। নুরুলের এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টিতে গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একাদশ থেকে এই ম্যাচের একাদশে পরিবর্তন আছে চারটি। এনামুল হক ও নাসির হোসেন তো স্কোয়াডেই নেই, একাদশে নেই ইমরুল কায়েস ও আরাফাত সানিও। দুই নতুনের সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকার, ছুটি কাটিয়ে সাকিব আল হাসান।চোট কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরে একাদশেও জায়গা পেয়েছেন শন উইলিয়ামস। হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে খেলছেন তার ছোটো ভাই ওয়েলিংটন মাসাকাদজাও। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ছয় ওভার দুই বলে বিনা উইকেটে উনপঞ্চাশ রান সংগ্রহ করেছে।
লাই্ভ স্ট্রিমিং দেখুন নিচে: