English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৪:১৯

রোহিতের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, তিনশ পেরোল ভারত

রোহিতের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, তিনশ পেরোল ভারত

 

 

পারফর্মেন্সের তুঙ্গে আছেন রোহিত শর্মা। সে কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাক টু ব্যাক সেঞ্চুরি উপহার দিলেন তিনি। আগের ম্যাচেই রেকর্ড গড়ে খেলেছিলেন ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস। আজ যেন সেই মেজাজেই ব্যাট চালালেন তিনি। ফকনারের থ্রো তে দূর্ভাগ্যজনক রানআউট হবার আগে খেলেন ১২৭ বলে ১২৪ রানের এক ঝলমলে ইনিংস। তার ইনিংসটিতে ছিল ১১টি চার এবং ৩টি ছয়ের মার। সময় নিয়েছেন ১৭৫ মিনিট। এই পরিসংখ্যানেই বোঝা যায় অসি বোলারদের কি পরিমাণ ভুগিয়েছেন রোহিত। রোহিতের সেঞ্চুরি, আজিঙ্কা রাহানের ৮৯ এবং বিরাট কোহেলির ৫৯ রানের ইনিংসে ভর করে ভারত তিনশর কোটা পেরোয়। ৫০ ওভারে ভারতের রান ৮ উইকেটে ৩০৮। গত ম্যাচের ১৭১ বাঁচাতে পারেনি পরাজয় থেকে, আজ রোহিতে সেঞ্চুরি ভাগ্য ভারতের জন্য জয় ভাগ্য বয়ে আনে কিনা তা সময়েই বলে দিবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৯ ওভারে কোন উইকেট না হারিয়ে করেছে ৩৮ রান।