English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১০:৪৯

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি

নিজস্ব প্রতিবেদক
আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি

আজ শুক্রবার দুপুর ৩ টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে একসময়কার চিরপ্রতিদন্দ্বী বাংলাদেশ আর জিম্বাবুয়ে। ‘একসময়কার’ বলার কারন বাংলাদেশ আর জিম্বাবুয়ের মাঝখানে এখন বিশাল ব্যাবধান। মাশরাফির যোগ্য নেতৃত্বে একঝাঁক তরুন আর অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে নিজেদের এক অন্য উচ্চতায় নিয়ে গেছে টাইগাররা। স্বপ্নের মত একটা বছর পার করেছে তারা।  আর একসময়কার শক্তিশালী জিম্বাবুয়ে দল এখন নানা সমস্যায় জর্জরিত। হারতে হারতে যেন তারা জেতাটাই ভুলে গেছে। বাংলাদেশে আসার আগেও আফগানিস্তানের মত একটি আন্ডারডগ দলের সাথে সিরিজে হেরে এসেছে। মনে করিয়ে দিই টি-টোয়েন্টি র্যাংকিংয়ে কিন্তু আফগানিস্তানের পরে বাংলাদেশ। ওয়ানডেতে শক্তিমত্তার প্রমাণ দেখানো টিম টাইগার স্বল্প দৈর্ঘের ক্রিকেটে যেন খেই হারিয়ে ফেলে। একই বক্তব্য প্রযোজ্য টেস্টের ক্ষেত্রেও। টেস্টের র্যাংকিংও বাংলাদেশের জন্য হাহাকার। সেই হাহাকার থামিয়ে অন্তত আফগানদের পেছনে ফেলে মান বাঁচানোর লড়াই আজ টাইগারদের। আর হারতে হারতে খেই হারিয়ে ফেলা জিম্বাবুয়ের চাই শুধু একটি জয়।